বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

হাটহাজারী সমিতি ওমানের সহযোগিতায় দেশে ফিরল মৃত্যুদেহ

প্রতিবেদক
TV24@bangla
আগস্ট ১, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ ওমানে মৃত্যু বরণ করা সিলেট হবিগঞ্জের ওমান প্রবাসী আনসারুল ইসলাম মৃত্যুদেহ ফিরছে দেশে।

ওমানের রাজধানী মাস্কাট খোলা হসপিটালে মর্গের কার্য সম্পাদন ও যাবতীয় আইনী কার্যসম্পাদন শেষ করে, হাটহাজারী সমিতি ওমানের সহযোগিতায় জানাজার নামাজ সম্পূর্ণ হয়।

হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদারের আন্তরিক সহযোগিতায় দূতাবাসের আইনি কার্য সম্পাদন শেষ করে মৃত্যুর ৫দিনপর লাশ দেশে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে সালাম-এয়ার এর একটি ফ্লাইটে তাকে দেশে পাঠানো হয়।

জানা যায়, মঙ্গলবার ২৩ জুলাই সন্ধ্যায়, মাস্কাট আল-খোদ বাজারের হঠাৎ স্টোক করে মৃত্যুবরণ করেন বাংলাদেশের সিলেট অঞ্চলের আনসুরুল ইসলাম।

ওমান অবস্থানরত, আনসুরুল ইসলামের নিকট আত্মীয় কেউ না থাকায়।

ওমানে বসবাসরত সিলেটবাসীরা, প্রবাসের বুকে মানবতার সংগঠন হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার কাছে আবেদন করেন।

এসময়, তাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন হাটহাজারী সমিতি ওমান। পরে মৃত্যু আনসুরুল ইসলাম’কে দেশে পাঠানোর জন্য আইনি পক্রিয়া শেষ করে ও ওমানে প্রথম জানাজার নামাজের ব্যবস্থা করেন হাটহাজারী সমিতি ওমান।

হাটহাজারী সমিতি ওমানের ডাকে সাড়া দিয়ে জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম, আজীবন সদস্য হাজী মুসা চৌধুরী ও চট্টগ্রাম সমিতি ওমানের সদস্য বৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, অর্থ সম্পাদক মুসা, হাটহাজারী সমিতি ওমানের সম্মানিত সভাপতি আব্দুল হান্নান তালুকদার, সমিতির উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ সম্পাদক নজরুল তালুকদার, শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ আলভী, সিনিয়র সদস্য জাহেদ, ফারুক খানসহ চট্টগ্রাম সমিতি ওমানের সদস্য বহু প্রবাসী বাংলাদেশি।

হাটহাজারী সমিতি ওমানের ডাকে সাড়া দিয়ে  জানাজার নামাজে অংশগ্রহণ করায়। সকলের প্রতি হাটহাজারী সমিতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি আব্দুল হান্নান তালুকদার।

এসময়, উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহে মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করেন।

সর্বশেষ - শিক্ষা