বুধবার , ২৬ জুন ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড সমিতি ইউকে এর পুনর্মিলনী ও পিঠা উৎসব

প্রতিবেদক
TV24@bangla
জুন ২৬, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

টিভি ২৪ বাংলা: লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ঈদ ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব । সীতাকুণ্ড সমিতি ইউকে এর আয়োজনে পুর্ব লন্ডনের একটি স্কুল হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড সমিতি ইউকে এর সভাপতি জনাব সাইদুর রহমান মন্জু এবং অনুষ্ঠান সন্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসাইন । পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।

এই ঈদ ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত সীতাকুন্ডবাসীরা পরিবারসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।
দুপুরের খাবার পরিবেশন ও আনন্দ আড্ডা, পরে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়। পরে পিঠাসমুহের নাম ও যারা পিঠা বানিয়েছেন তাদের পরিচয় তোলে ধরেন কবি ও সাংবাদিক মিলটন রহমান।

সীতাকুণ্ডবাসী পরিবার পরিজনসহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে উৎসবে অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী পরিবারের সদস্যদের নিয়ে হরেক রকম পিঠা-পুলি বা পায়েশ খেয়ে একদিকে যেমন তৃপ্তি পান, অন্যদিকে ঈদের আনন্দ উৎসবের মাঝে নিজেকে জড়িয়ে ফেলেন অপার মহিমায়।

প্রায় ৩০/৩৫ রকমের বিভিন্নধর্মী পিঠা ছিল আয়োজনে।
লন্ডনে এই ঈদ পুর্নমিলনী ও পিঠা উৎসব পরিনত হয়েছে বিলেতের বুকে যেন এক টুকরো সীতাকুণ্ড।

আয়োজকেরা জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠান সীতাকুণ্ডবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরো সূদৃঢ় করবে। পাশাপাশি বৃটেনে বেড়ে উঠা নতুন প্রজন্ম আমাদের দেশীয় সংস্কৃতি ও পিঠা সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড সমিতি ইউকে ট্রাস্টি মেম্বার, উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
তাছাড়াও ঈদের কেক কেটে আনন্দে মেতে উঠেছে শিশুরা। শিশুদের মাঝে কিছু ঈদ সৌজন্যে উপহারও দেয়া হয়।
পরিশেষে সীতাকুণ্ড সমিতি ইউকে এর সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সবাই কে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - শিক্ষা