বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. কমিউনিটি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. ফটো গ্যালারী
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারী
  10. যুক্তরাজ্য
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারা বাংলা

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ফন্টু, ভাইস চেয়ারম্যান বিপুল ও বাশিনুর বিজয়ী

প্রতিবেদক
TV24@bangla
জুন ৬, ২০২৪ ৭:৩৭ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি : চতুর্থ  ধাপে যশোরের সদর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ০৫ জুন বুধবার সকাল ৮ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ইভিএম’র মাধ্যমে ২১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হয়।

 নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টু মোটরসাইকেল প্রতিক নিয়ে  ৫৭হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতিক নিয়ে ৫৫হাজার ৬১০, দোয়াত কলম প্রতিকের আনোয়ার হোসেন বিপুল ৩৬হাজার ৬১১, কাপ পিরিচ প্রতিক নিয়ে শফিকুল ইসলাম জুয়েল ১৪হাজার ১৫৯, বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ উদ্দিন চৌধুরী আনারস প্রতিক নিয়ে ১২হাজার ৫৪৬, শালিক পাখি প্রতিক নিয়ে মোহিত কুমার নাথ ৯ হাজার ৯০৪, জোড়া ফুল প্রতিক নিয়ে শাহারুল ইসলাম ৮ হাজার ৫০৬, হেলিকপ্টার প্রতিক নিয়ে আরিফুল ইসলাম হীরা ৬ হাজার ২১৯ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল প্রতিক নিয়ে ৮৩হাজার ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল খান পর্বত তালা প্রতীকে পেয়েছেন ৪৫  হাজার ২৫৩, জাহিদুর রহমান বৈদ্যুতিক বাল্ব প্রতিকে  ৩৭ হাজার ৬৭৫, শাহজাহান কবীর শিপলু চশমা প্রতিকে ২৪ হাজার ৫৭৪ ও্ মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীকে ৯ হাজার ৯৫২ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাশিনুর নাহার ঝুমুর ফুটবল প্রতিক নিয়ে ১লক্ষ ১৩হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোৎস্না আরা মিলি কলস প্রতিক নিয়ে ৫৫হাজার ১৫ ভোট ও শিল্পী খাতুন হাঁস প্রতিক নিয়ে ৩২হাজার ১৫৮ ভোট পেয়েছেন।
যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাতে ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা রিপন বিশ্বাস।
জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - শিক্ষা